রাঙামাটিতে সম্পন্ন হয়েছে জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা

379

স্টাফ রিপোর্টার 

রাঙামাটিতে সম্পন্ন হয়ছে জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (RPTI) এর সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে জীবন ইয়ুথ ফাউন্ডেশন।

দেশজুড়ে দশটি জেলার অয়োজনের অংশ হিসেবে কর্মশালার সমাপনী দিনে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার, সাবেক প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সুনীল কান্তি দে, যুব বাংলার প্রতিনিধি জওয়াং রাখাইন উপস্থিত ছিলেন। সিআরআই’র এসিস্ট্যান্ট কোর্ডিনেটর ইসরাত ফারজানা তন্নী অংশগ্রহণকারী

তরুণদের সাথে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন। কর্মশালায় সেশন পরিচালনা করেন ইউএনডিপি এর হিউম্যান রাইটস প্রোগ্রাম এর জেন্ডার এক্সপার্ট বিথিকা হাসান, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ-জাহিদ (মিকি) ও প্রকৌশলী সাইদা জান্নাত।