॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচরে খামারপাড়া বিশ্বলতা জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়নের খামারপাড়া এলাকায় দানোত্তম চীবর দান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ। ভিক্ষু সংঘের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মহাবৌধি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ চাইন্দাসারা মহাথের। লাবনী চাকমা ও আদর্শী চাকমার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর রতœাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ভান্তে, খামারপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঞাবংশ মহাস্থবির ভান্তে, কলকাতার ভদন্ত নন্দপাল থের, ওসি মোঃ সাব্বির রহমান, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, আইনজীবী এ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু, বিহার পরিচালনা কমিটির সভাপতি শান্তি রঞ্জন কার্বারী ও সম্পাদক শুদ্ধোধন চাকমা প্রমূখ।
এসময় সকল প্রাণীর মঙ্গল কামনায় কঠিন চীবর দান, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন হয়।