সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন

386
|| স্টাফ রিপোর্টার ||
সম্প্রতি দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা,হত্যা, শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন, লুটপাট, মন্দির ভাংচুর, প্রতিমা ভাংচুর, ভয়াবহ অগ্নিসংযোগ, কক্সবাজারের টেকনাফে বৌদ্ধ বিহার ভাঙচুর বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমাদের উপর হামলার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রিতি রক্ষায় রাঙামাটির অন্যতম সামাজিক ও মানবাধিকার সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে শুক্রবার বিকাল ৫টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানব বন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে নেতৃত্ব দেন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙামাটি জেলার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী। সোসাইটির তথ্য ও গবেষণা সম্পাদক দেবাশীষ পালিত রাজা সম্পুর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বেলা ৫ ঘটিকা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসুচী চলাকালীন সময় কর্মসুচীর সাথে সংহতি প্রকাশ করে এতে অংশ গ্রহণ করেন “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” রাঙামাটি পার্বত্য জেলা সভাপতি (ভাঃপ্রাঃ) দীপন কুমার ঘোষ, পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত সামাজিক সংগঠন ফোরাম’র সদস্য-সচিব নুর তালুকদার মুন্না, রাঙামাটি জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন ধর, যুগ্ম সম্পাদক পুলক ধর, সাংস্কৃতিক কর্মী প্রসেঞ্জিত দেব, এছাড়া ওয়ার্ল্ড পীস্’র উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক (ভাঃপ্রাঃ) রবীন্দ্র নাথ, অতিরিক্ত সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, প্রবীণ মানবাধিকার কর্মী ওয়ার্ল্ড পীস্’র কার্যকরী সদস্য মোঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. সঞ্জয় মিত্র, সমাজ কল্যাণ সম্পাদক অসীম চক্রবর্তি শংকুসহ অন্যন্য নেতৃবৃন্দ। উল্লেখ্য- বিকাল ৫ ঘটিকায় মানবন্ধন এবং সাড়ে ৫টা থেকে মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত প্রদীপ প্রজ্জ্বলন কর্মসুচী পালন করা হয়।