|| স্টাফ রিপোর্টার ||
ষড়যন্ত্র মূলক মামলার ফলে দীর্ঘদিন রাঙামাটির বাহিরে থেকে জামিন নিয়ে রাঙামাটিতে ফিরেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
শুক্রবার বিকালে ফারুক আহমেদ সাব্বির কে মানিকছড়ি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ চত্ত্বরে ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলের বহর দলীয় স্লোগান দিতে দিতে তারা রাঙামাটিতে প্রবেশ করে।
সাব্বিরের রাঙামাটিতে ফেরার বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, এতদিন পর কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির রাঙামাটিতে আসায় আমরা তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত।