রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নবগঠিত কমিটি অভিষেক অনুষ্ঠিত

475

|| স্টাফ রিপোর্টার ||

সিআরআই ও ইয়াং বাংলা প্রদত্ত জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত এবং সরকারি নিবন্ধন ভুক্ত সমাজিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার কার্যকরী কমিটি ২০২১-২৩ এর অভিষেক অনুষ্ঠান রাঙামাটি পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নবগঠিত কমিটির সভাপতি আহমেদ ইশতিয়াক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ কামাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, হোটেল স্কয়ার পার্কের সত্ত্বাধিকারী এবং সাবেক ৩নং ওয়ার্ড কাউন্সিলর নেয়াজ আহমেদ, বিশিষ্ট কাঠ ব্যাবসায়ী মোঃ ইলিয়াছ, কাঠ ব্যাবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য আরফান আলী, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও রাঙামাটি জেলা শাখার মনিটর আজাদ সিদ্দিক, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জীবন মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ হানিফ, ঈদগাঁও ও পেকুয়া শাখার সমন্বয়ক শহীদুল ইসলাম, আনোয়ারা শাখার সভাপতি আবু ফয়েজ, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও ফুড ব্যাংক লিডার জাহেদ আলম, মহানগর শাখার প্রচার সম্পাদক দিদার বিন হারুন, মহানগর শাখার দপ্তর সম্পাদক তালহা রহমান, রাঙ্গুনিয়া শাখার আহবায়ক মনির।

স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক নূর মোহাম্মদ সম্রাট ও সদস্য সচিব মাহমুদ আব্বাস। অনুষ্ঠানে বক্তারা স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের বৃহৎ কার্যক্রম তুলে ধরেন এবং তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জীবন মাহমুদ। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ কামাল হোসেন চৌধুরী।