ইসলামী ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তি

548

ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ-চালান পরিশোধ কার্যক্রম উদ্বোধন
IBBL DR Mati Pic 98২ নভেম্বর ২০২১, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ-চালান পরিশোধ কার্যক্রম ১ নভেম্বর ২০২১, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সেবা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার, মো. মাহ্বুবুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, অর্থমন্ত্রনালয়ের সহকারী সচিব মোহাম্মদ হোসাইন, পিএইচডি, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর একেএম মোখলেসুর রহমান এবং অর্থমন্ত্রনালয়ের সিনিয়র আইটি পরামর্শক মো. শরীফুর রহমান। রেজিষ্টার্ড আই-ব্যাংকিং ব্যবহারকারীরা এ সেবার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি ফি, ই-পাসপোর্ট ফি, ট্যক্স এবং ভ্যাট পরিশোধ করতে পারবেন।

IBBL Photo Dr mAti o78

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনেটলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নেতৃত্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ৩০ অক্টোবর ২০২১ শনিবার গাজীপুরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিএফআইইউ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম নুরুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, বিএফআইইউ’র জয়েন্ট ডাইরেক্টর মোহাম্মদ শফিকুল ইমদাদ, মো. আল আমিন রিয়াদ, ও মোহাম্মদ ইসমাইল প্রধান। ইসলামী ব্যাংকের গাজিপুর সদর শাখা প্রধান হাসান মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী। গাজীপুর জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের ৬৮ জন কর্মকর্তা দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।

বার্তা প্রেরক- নজরুল ইসলাম
ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।