রাঙামাটিতে বেসিক মেডিকেল ওয়ার্কারদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

354

॥ স্টাফ রিপোর্টার ॥

স্বাস্থ্য সেবাকে মানুষের দৌড়গোড়ায় এগিয়ে নিতে হলে স্বাস্থ্য সেবীকাদের কর্মদক্ষতা বাড়ানোর আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। তিনি বলেন, সরকারের যে কর্মসূচী আছে তা দূর্গম এলাকায় একার পক্ষে সম্ভব নয়। তাই স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট এনজিও যারা কাজ করছে তারা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে হবে। তাই কর্মদক্ষতা বাড়াতে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে পার্বত্য এলাকার স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে মোটেল জর্জ এর সম্মেলন কক্ষে রাঙ্গামাটিতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের বেসিক মেডিকেল ওয়ার্কারদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি হিল ফ্লাওয়ার এর নির্বাহী পরিচালক ডাঃ নীলু কুমার তচংগ্যার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই খ্রীষ্টিয়ান হাসপাতালের মেডিকেল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, হিল ফ্লাওয়ারের প্রকল্প সমন্বয়কারী জেনিফার অজান্তা তনচংগ্যা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাসাং মারমা।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা আরো বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ কর্মীরা কাজ করলেও স্বাস্থ্য সেবা পুরোপুরি পাওয়া যায় না। তাই যারা অসুস্থ তাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলতে হবে। মাতৃমৃত্যু ও শিশু জন্ম মৃত্যু হার কমানোর প্রতি সবাইকে গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি।