রাজস্থলীতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

361

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন। বুধবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার হলদীয়া পাড়া এলাকায় অসহায় হতদরিদ্র ৮০ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।

এসময় তিনি বলেন, এলাকায় যারা অসহায় হত দরিদ্র পরিবার আছে, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে আছে আগামীতেও থাকবে। বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোহাম্মদ শহিদুউল্ল্যাহ, ওয়ারেন্ট অফিসার মোঃ আকরাম প্রমূখ।