নানিয়ারচরে ৩৮জন গ্রাম পুলিশ সদস্য পেলো বাইসাইকেল

345

।। মাহাদী বিন সুলতান ।।

নানিয়ারচরে প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনে সহায়ক ভুমিকা রাখতে বাইসাইকেল পেলো ৩৮জন গ্রাম পুলিশ সদস্য। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় নানিয়ারচর থানার আয়োজনে এসব বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।

প্রধান অতিথি নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার উপস্থিতিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ওসি সুজন হালদার প্রমূখ। পুলিশি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে চারটি ইউনিয়নে চারজন দফাদার ও ৩৪জন চৌকিদাসহ মোট ৩৮জন গ্রাম পুলিশ সদস্যকে এসব সাইকেল বিতরণ করা হয়।

এবিষয়ে ওসি সুজন জানান, পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে পুলিশি সেবাকে সহজতর করছে গ্রাম পুলিশের সদস্যরা। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তারা জনসাধারণকে পুলিশি সেবা নিশ্চিত করে যাচ্ছে। এসব হালকা যান বা সাইকেল পেয়ে তারা অনায়াসে এক এলাকা হতে অন্য এলাকায় গিয়ে দ্রুত সময়ে পুলিশি সেবা দিতে কাজ করতে পারবে।

এবিষয়ে বুড়িঘাট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মোঃ আবু হানিফ বলেন, ২০০৮ সালে নিয়োগ পাওয়ার পর এই প্রথম বাইসাইকেল পেয়ে আমরা অনেক গর্বিত ও আনন্দিত। এই বাইসাইকেল পেয়ে পূর্বের তুলনায় আমরা আরো দ্রুত চলাচল করতে পারব। এতে করে আইন-শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরো বেশি উদ্যমী হয়ে দায়িত্ব পালন করতে পারব।