জুরাছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যু বার্ষিকী পালন

388

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়িতে প্রয়াত পাহাড়ি নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালে ১৫ সেপ্টম্বর রাঙামাটি শহরের মহাপূরমের এক মধ্যেবিত্ত পরিবারে জম্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ম্যাট্রিক পাশ করেন। এর পর তিনি চট্টগ্রাম সরকারি মহাবিদ্যালয়ে আইএ ভর্তি হন এবং ১৯৬০ সালে আইএ পাশ করার পর একই কলেজে বিএ তে ভর্তি হন। তখন অধ্যয়নরত অবস্থায় রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত করে পাকিস্তান সরকার তাঁেক নিরাপত্তা আইনের অধীনে ১০ ফেব্রুয়ারী ১৯৬৩ সালে গ্রেপ্তার হয়ে দুই বৎসরের অধিক কারাবরণ করেন।

মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য থাকাকালিন সময়ে শুধু পাহাড়ীদের কথা বলেননি,তিনি সকল জাতিসত্বার কথা বলেছেন। তিনি ১৯৭২ সালে জনসংহতি সমিতির সদস্য সচিব এবং ১৯৭৭ সালে প্রথম পার্টির সভাপতি পদে নির্বাচিত হন।

১৯৮৩ সালে ১০ নভেম্বর বিভেদপন্থীরা এমএন লারমাকে হত্যা করে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে। দিনটি স্মরণে জুরাছড়ি উপজেলাবাসীর উদ্যোগে ৩৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সুবলং শাখা বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যেমে দিনটি পালন করে থাকে। সেদিনে শাহাদাত বরণকারী সকল সদস্যদের উদ্দেশ্য করে সৎগতি মঙ্গল কামনায়,বুদ্ধমূর্তি দান,সংঘদান,অষ্টপরিস্কার দান,ফানুস দান উৎসর্গ করা হয়। এসময় বৌদ্ধ ধর্মীয় গুরুরা তাদের সৎগতি মঙ্গলময় প্রার্থনা করে সূত্রপাঠ করেন।

ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা সহ প্রথাগত হেডম্যান ও কার্বারীগণ।