বিলাইছড়িতে সেনা উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

376

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিলাইছড়ি জোন ( অপরাজেয় ৬) এর জোন কমাণ্ডার লেঃকর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি এর দিক নির্দেশনায় এবং ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল রিফাত এএমসি এর নেতৃত্বে ফারুয়া বাজার এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে অসহায় জনগণের মাঝে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

সেবা গ্রহনকারীদের মধ্যে পুরুষ -২৫ জন,মহিলা ৪০ জন এবং শিশু ৮৫ জন। তাদেরকে চিকিৎসা সহায়তা বা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধপত্রও দেয়া হয়েছে। তাছাড়া সম্প্রতি মেজর রাজু আহমেদ ও এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জোনের কাছাকাছি এলাকা দীঘলছড়ি,ধূপ্যাচর,গাছকাটা ছড়া ও বিলাইছড়ি বাজার এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় বিলাইছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্রও বিতরণ করা হয়। দূর্গম ও সুবিধা বঞ্চিত এলাকায় ফ্রি মেডিক্যাল সেবা এবং শীতবস্ত্র পেয়ে এলাকার জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।