দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির প্রচারপত্র বিতরণ

385

॥ স্টাফ রিপোর্টার ॥
আওয়ামীলীগ সরকার একতরফা ভাবে কেরোসিন, ডিজেল, এলজিপি গ্যাসের দাম ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সীমাহীন বৃদ্ধির প্রতিবাদে প্রচারপত্র বিতরণ শুরু করেছে রাঙামাটি জেলা বিএনপি।

বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে বনরূপা, কাঠালতলী, পৌরসভা এলাকায় জনসাধারণের মাঝে এই প্রচারপত্র বিলি করা হয়।
এসময় রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সিনিয়র নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা বিএনপির নেতারা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে যাতে দিশেহারা জনগণের জীবন-জীবিকা এখন বিপর্যস্ত। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। তাই অবিলম্বে জ্বালানী তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবী জানান।