স্টাফ রিপোর্টার, ১ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কর্মকর্তা জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি এফপিএবির সভাপতি মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি সুফিয়া কামাল ঝিমি, সাধারণ সম্পাদক আবুল কালাম আকাশ, কোষাধ্যক্ষ এসএম শামশুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।
আলোচনা সভায় বক্তরা বলেন, এইচআইভি এইডস্ একটি মরণব্যাধী। এ ব্যাধী প্রতিরোধ করতে হলে সামাজিক আন্দোলন প্রয়োজন। সকলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং সমাজে এইডস বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে এইচআইভি এইডস প্রতিরোধ করা সম্ভব। বক্তারা বলেন, রাঙামাটি এফপিএবি যুব বান্ধব কর্মসূচির মাধ্যমে এইচআইভি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি যুবকেদর মাঝে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এফপিএপি রাঙামাটি শাখা ক্লিনিকে বর্তমানে এইচআইভি নির্ণয় করা হচ্ছে। ভবিষ্যতে আরো উন্নত পর্যায়ে এ সেবা দেয়া হবে বলে বক্তারা জানান।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান