নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘিরে জুরাছড়িতে মানববন্ধন

380

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারভিযানের অংশ হিসেবে জুরাছড়িতে মানব বন্ধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জুরাছড়ি উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রেসিভ নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। প্রোগ্রাম অফিসার এন্টীনা চাকমার পরিচালনায় অত্র উপজেলায় নারী সহিংসতা প্রতিরোধে চলমান প্রকল্প কিভাবে ভূমিকা রাখছে এবিষয়ে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক সুব্রত খীসা। এ সময় জানানো হয়, লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মযজ্ঞ হলো একটি আন্তর্জাতিক প্রচারভিযান, যা ২৫ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবসে শুরু হয়ে ৯ ডিসেম্বর রোকেয়া দিবস হয়ে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত পালিত হয়। ১৬ দিনের প্রচারাঅভিযানের এবারের বৈশি^ক প্রতিপাদ্য হলো ‘অরেঞ্জ দ্য ওয়াল্ডর্: নারী সহিংসতা বন্ধের এখনই সময়’।

প্রধান অতিথি জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, নারীদের প্রতি আমাদের সকলের সম্মান প্রদর্শন করতে হবে। নারীরা আমাদের ভোগ্যপন্য নয়,নারীদের বিকাশ ঘটানোর লক্ষ্যে সকলের সম্মিলীত সহযোগীতা প্রয়োজন। দিবসটির মধ্যদিয়ে প্রতিটি গ্রাম অঞ্চলে কোন প্রকার নারী যেন সহিংসতা স্বীকার না হন সেজন্য জন সচেতনতা বাড়াতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাষ্টার ট্রেইনার মিসেস রিমি চাকমা প্রমূখ।