১৮ মাস পর খুললো রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল

351

॥ স্টাফ রিপোর্টার ॥

করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা হলে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় ভিসি রাঙামাটি শহরের তবলছড়িতে অবস্থিত হলগুলোর পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ও ছাত্রীরা করোনা টিকা কার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রার খাতায় নাম এন্ট্রি করে হলে প্রবেশ করে। প্রসঙ্গত, বিগত ১৭ নভেম্বর ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে ২৫ নভেম্বর ২০২১ তারিখ থেকে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।