নন্দপাল ভান্তের আগমন ঘিরে ধর্মীয় অনুষ্ঠান

437

॥ বরকল প্রতিনিধি ॥

নন্দপাল ভান্তের আগমন উপলক্ষে ধাম্মাসিদ্ধিকারাম বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৮শে নভেম্বর) সকালে সুবলং বাজার পার্শ্ববর্তী ধাম্মাসিদ্ধিকারাম বিহারে পরিনির্বাপিত আর্য্য পুরুষ শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির এর প্রধাণ শিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির এর আগমন উপলক্ষে বিহারের দায়ক-দায়িকাদের একান্ত প্রচেষ্টায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বুদ্ধমূর্তি দান, সঙ্গ দান, হাজার বাতি দানসহ বিভিন্ন দানের মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন করা হয়।