কেপিএমের সিবিএ নির্বাচনে শ্রমিক কর্মচারী পরিষদ জয়ী

364

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলে সিবিএ নির্বাচন মঙ্গলবার (৩০ নভেম্বর) শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং- ২৭৫০) চাকা প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে সিবিএ নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নং-চট্ট-২৭৫০) ছাতা প্রতীক নিয়ে পেয়েছে ১০০ ভোট এবং অপর শ্রমিক সংগঠন কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং-চট্ট-০৮) হাতুড়ী প্রতীক নিয়ে পেয়েছে ৩ ভোট।

এছাড়া দুটি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন সংখ্যা ২১৭ জন। এর পূর্বে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৩টি শ্রমিক সংগঠন অংশ নেয়। সংগঠন গুলো হলো কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং-চট্ট-২৬২১) চাকা প্রতীক, কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নং- চট্ট-২৭৫০) ছাতা প্রতীক এবং কেপিএম এমটপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং-চট্ট-০৮) হাতুড়ী প্রতীক। এদিকে বিকাল ৪টায় কেপিএম চিত্ত বিনোদন কেন্দ্রে সিবিএ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন চট্টগ্রামস্থ রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া।

এসময় কাপ্তাই উপজেলা ইউএনও মুনতাসির জাহান, থানার ওসি মোঃ নাসির উদ্দীন, ওসি (তদন্ত) আক্তার হোসেন, কেপিএম এর জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন, শ্রম কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, মিলের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলন, দায়িত্ব প্রাপ্ত পোলিং অফিসার আব্দুর রাজ্জাক, এরশাদ আলম সিকদারসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।