কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৮৩ পরীক্ষার্থী

379

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় কাপ্তাইয়ে ও বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কাপ্তাই শিক্ষা বিভাগ। কাপ্তাই শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবছর কাপ্তাইয়ে ৬৮৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং কাপ্তাইয়ে একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী জানান, এই বছর কর্ণফুলী সরকারি কলেজ হতে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা শাখা বিভাগ হতে ৫৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান এবং ব্যবসা শাখায় ১০৮ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছে কলেজটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, কাপ্তাইয়ে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া পরীক্ষায় নিয়োজিত শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।