চুক্তির দুইযুগ পূর্তি পালনে জেএসএস এর আলোচনা সভা

342

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য শান্তি চুক্তির ২যুগ পূর্তি ঘিরে “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থবিরোধী সকল কার্যক্রম প্রতিরোধ করুন; জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুম্ম ছাত্র ও যুব সমাজ অধিকতর সামিল হউন” প্রতিপাদ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনায় ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অবসরপ্রাপ্ত উপ সচিব) বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মেঞ চিং মারমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কুশল চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য সৈকত রঞ্জন চৌধুরী, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ¤্রানু মারমা। স্বাগত বক্তব্য রাখেন- জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সদস্য শ্যাম রতন চাকমা।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক না। চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে হানাহানি বাড়ছে ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মানুষ ভয়, আতঙ্ক আর উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তারা সরকারকে কালক্ষেপন না করে অতিসত্ত্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারা পূর্ণ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।