বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সুর নিকেতনের আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান

369

॥ স্টাফ রিপোর্টার ॥

মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে সুর নিকেতন। বৃহস্পতিবার সন্ধ্যায় সুর নিকেতন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভুমি সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ।

সুর নিকেতনের পরিচালক মনোজ বাহাদুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল। এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি ও অনুপ্রেরণা যোগানোর জন্য সঙ্গীত শিল্পীরা যে অবদান রাখেন তা চিরস্বরণীয় হয়ে থাকবে।

সেসময় শিল্পীদের দেশাত্ববোধক গানের মাধ্যমে বাঙালী জাতিকে শত্রুর মোকাবেলায় সাহস যুগিয়েছিল। আর দেশাত্মবোধক গানসমূহ বাঙালী জাতির জাগরণ ও প্রেরণার উৎস হয়ে থাকবে যুগ যুগান্তর। আলোচনা সভার শুরুতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশাত্মবোধ গান পরিবেশন করেন সুর নিকেতনের শিল্পীরা।