মহান বিজয় দিবসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নানা আয়োজন

338

॥ স্টাফ রিপোর্টার ॥

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমার নেতৃত্বে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলিসহ বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বেলা সকাল ৯.৩০ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ মাইনী মিলনায়তনে বোর্ডের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সরকারের অতিরিক্তসচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, ইফতেখার আহমেদ, সদস্য প্রশাসন; সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব তুষিত চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব কল্যানময় চাকমা, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা, চলতি দায়িত্ব সহকারী সচিব জনাব সাগর পাল, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন জনাব মোহাম্মদ এয়াছিনুল হক, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি জনাব মোঃ জাকির হোসেনসহ বোর্ড ও বোর্ডের আওতায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।