রাঙামাটি সদরের ৬ ইউপি নির্বাচন ঘিরে বিশেষ আইন শৃঙ্খলা সভা

365

॥ স্টাফ রিপোর্টার ॥

আসছে ২৬ ডিসেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠেয় রাঙামাটি সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ডিসেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।

এসময় সদর উপজেলার ইউপি নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান- ইউপি সদস্য প্রার্থীরা এবং জেলার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন- ২৬ডিসেম্বর তৃতীয় ধাপে রাঙামাটি সদরের ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সবরকম প্রস্তুতি নিয়ে নিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি আরো বলেন- নির্বাচনে কেউ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এইজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।