নানিয়ারচরে বাল্যবিবাহ প্রতিরোধ ও বিলম্বিত গর্ভধারণ বিষয়ে কর্মশালা

382

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙামাটির নানিয়ারচরে কিশোরীদের বাল্যবিবাহ এবং বিলম্বিত গর্ভধারণ বিষয়ে ধর্ম গুরু, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের মাঝে কর্মশালা আয়োজন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূয়েন খীসার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডা. দোলন দাশ, মেডিকেল অফিসার ডা. প্রলয় মল্লিক আকাশ, হেলথ ইন্সট্রাক্টর কিরণ ধর চাকমা, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বাল্যবিবাহের কুফল সমূহ তুলে ধরেন এবং সঠিক সময়ে গর্ভপাত করতে প্রসূতি মহিলাদের চিকিৎসা সেবা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। তারা কুসংস্কার ও পুরাতন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ দেন।