রাঙামাটির সন্তান মুন্না পেলো জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবি সম্মাননা

987

॥ ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥

আন্তর্জাতিক মঞ্চে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টার এওয়ার্ড ২০২০’ পেলো রাঙামাটির মুন্না তালুকদার। করোনাকালীন সংকটময় মুহূর্তে ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদান রাখায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে বৃহস্পতিবার ৮৯ টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হয়।

এর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত যুবকদের একক ও দলীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।(৩০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সেরা সাহসিকতা ক্যাটাগরিতে আন্তর্জাতিক মঞ্চে জাতীয় পর্যায়ে ৩য় ¯’ান অর্জন করে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ এই পুরস্কার গ্রহণ করেন স্বে”ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন স্বপ্নবুনন সং¯’ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুন্না তালুকদার (নূর)। অনুষ্ঠানে পুরস্কারজয়ীদের শুভকামনা জানিয়ে ভিডিওবার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় মুন্না জানান ” করোনাকালীন আমি ও আমার স্বপ্নবুননের সকলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, এখনো করছি।মানুষের সেবার উদ্দেশ্য কাজ করেছি,কোন অ্যাওয়ার্ড কিংবা স্বীকৃতি প্রাপ্তির জন্য নয় তবে এই অর্জন আনন্দের, গর্বের। ৮৯ দেশের প্রতিনিধিদের মাঝে বাংলাদেশকে তুলে ধরতে পেরে তথা আমার প্রাণের শহর রাঙামাটির নাম উজ্জ্বল করতে পেরে আমি আনন্দিত, এই অর্জন আমি আমার রাঙামাটিবাসীকে এবং স্বপ্নবুনন সং¯’া সহ রাঙামাটির সকল স্বে”ছাসেবী,আমার সকল শুভানুধ্যায়ীদের উৎসর্গ করলাম”।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর হিসেইন ইব্রাহিম তাহা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, রাশিয়ার যুব বিষয়ক ফেডারেল এজেন্সির প্রধান (মন্ত্রী) সেনিয়া রাজুভায়েভা, মালদ্বীপের যুব ক্রীড়া ও সামাজিক ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী আহমেদ মাহলুফ, তাতারস্তান প্রজাতন্ত্রের যুবমন্ত্রী তিমুর সুলেমানভ, ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আয়হান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

উলে¬খ, মুন্না তালুকদার এর নেতৃত্বে স্বপ্নবুনন সংস্থা কর্তৃক বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি করোনায় অতি মহামারী কালীন প্রথম লকডাউন এর পূর্ব হতে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতকরণ, সামাজিক দূরত্ব গোল বৃত্ত অংকন, দশ উপজেলায় বাসায় বাসায় খাদ্য বিতরণ,করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা, দাফন কাফন কার্যক্রম, প¬াজমা ডোনেট সেল, কৃষকের ধান কাটা কর্মসূচি, গর্ভবতী ও ব্যাচেলরদের জন্য বিশেষ খাদ্য ব্যাগ প্রদান সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে৷