দূর্গম জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নৌ এ্যাম্বুলেন্স প্রদান///

381

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির দুর্গম এলাকার রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দূর্গম জুরাছড়ি হাসপাতালকে নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাটে জুরাছড়ি হাসপাতাল কর্মকর্তাদের হাতে এই নৌ এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জেন বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনন্যা চাকমা প্রমুখ। এই নৌ এ্যাম্বুলেন্সটি দেয়ার কারণে দুর্গম জুরাছড়ি উপজেলার বসবাসকারীরা স্বল্প খরচে এই এ্যাম্বুলেন্সটির সুবিধা ভোগ করতে পারবে এবং দুর্গম এলাকার রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।