শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

385

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক লীগ। বুধবার বিকেলে রাঙামাটি ট্রাক টার্মিনালে এ সমাবেশের আয়োজন করা হয়।

ট্রাক টার্মিনালে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোক্তার আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ সহ-সভাপতি মোঃ আবুল হাসেম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জালোয়া, ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ আজগর আলী, শ্রমিক ইউনিয়ন নেতা, আবুল হোসেন ভাসানী, কাঁচামাল ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, শ্রমিক ইউনিয়ন নেতা সুলতান আহমদ, শ্রমিকলীগ নেতা সোহেল চাকমা, ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি মোঃ মোহরম আলী ও শ্রমিকলীগ নেতা মোঃ হানিফ, সঞ্চালনা করেন শ্রমিক নেতা মোঃ মিজানুর রহমান।

এসময় কঠোর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী দিয়ে বক্তারা বলেন, রাঙামাটি জেলা মিনিট্রাক-পিকআপ ইউনিয়ন নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি চরম কারচুপি করেছে। প্রহসনমূলক নির্বাচনী ফলাফল সাধারণ শ্রমিকরা মানবে না। শ্রমিকদের অফিস বাদ দিয়ে তারা ৭২ ঘন্টা পরে প্রেসক্লাব থেকে কাল্পনিক ফলাফল ঘোষণা দিয়ে বৈতরণী পার হওয়ার অপচেষ্টা করছেন। অবিলম্বে রাঙামাটি জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।