‘বডি ওর্ন ক্যামেরা’ নিয়ে দায়িত্ব পালন করবে রাঙামাটি জেলা পুলিশ

438

।। মেহেদী ইমাম ।।

পুলিশের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চালু হলো বডি ওর্ন ক্যামেরা। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে জেলা সদরে দায়িত্বরত ৪জন এসআই ও সার্জেন্টের শরীরে বর্ডি ওর্ন ক্যামেরা পড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহম্মেদ, ট্রাফিক পুলিশ মোহাম্মদ ইসমাইল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন জানান, এখন থেকে পুলিশের ডিউটিকালীন সময়ে তাদের বডিতে থাকবে বডি ওর্ন ক্যামেরা। নিজের কাজের জবাবদিহিতা ও ডিউটিকালীন সময়ে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ। এ উদ্যোগ দেশের পুলিশি ব্যবস্থার ডিজিটালাইজেশনকে আরেক ধাপ এগিয়ে নিবে।