ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালা

489

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বৈচিত্রপূর্ণ ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির মানুষগুলো এক সুন্দর সম্প্রীতির মধ্যে বসবাস করছে। এখানে একে অপরের প্রতি সহযোগীতা, সহমর্মিতা সকলকে এক অভূতপূর্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে।

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দয্যে ঘেরা পার্বত্য চট্টগ্রামের শোভা বাড়িয়েছে এখানে বসবাসকারী বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি। বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাঙামাটি শাখার উদ্যোগে আয়োজিত

‘‘ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)’’ এর আওতায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিষ্ঠানের জেলা কার্যালয়ে জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিক মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুরোহিত পুলক চক্রবর্তী। প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা অংশগ্রহণ করেন।