॥ অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ সোমবার কাপ্তাইয়ে নতুন করে ১৩ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। তৎমধ্যে ৭ জনের রিপোর্ট এসেছে রাঙামাটি জেলা পিসিআর ল্যাব থেকে এবং বাকী ৬ জনের এন্টিজেন টেস্টে পজিটিভ এসেছে। এছাড়া ১৩ জনের মধ্যে ২ জন পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি জানান, সারাদেশের মতো কাপ্তাইয়ে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এদিকে কাপ্তাইয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে কাপ্তাই উপজেলা প্রশাসন।