॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন (বিডিএফ) এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বুদ্ধমূর্তি দান অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, ত্রিপিটক দান, বুদ্ধ পূজা, সীবলি ভান্তে পূজা, উপগুপ্ত ভান্তে পূজা, বনভান্তে পূজা, নতুন কুটির উদ্বোধন, গণ-প্রব্রজ্যা প্রদান, ও মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩জানুয়ারি ২০২২) কাউখালীর বেতছড়িতে বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন (বিডিএফ) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবন বিহার থেকে আগত সত্যপ্রেম মহাস্থবির মহোদয় ভান্তে গণপ্রব্রজ্যা প্রদান করেন বেতছড়ি মৈত্রী নগর অরণ্য কুটিরে।
শুক্রবার (১৪জানুয়ারি২০২২) বেতছড়ি মৈত্রী নগর অরণ্য কুটিরে ২দিনব্যাপী আয়োজনে সমাপনী দিনে সকাল পর্বে অনুষ্ঠানে প্রথম ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহার থেকে আগত পূজনীয় সত্যপ্রিয় স্থবির ভান্তে, কাউখালী পোয়াপাড়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞাননন্দ ভিক্ষু, ঘিলাছড়ি পঞ্চকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমনাজ্যোতি ভিক্ষু। অনুষ্ঠান চলাকালীন সময়ে চলমান করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সকলকে সাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশনের সম্পাদক বাবু সুদত্ত তালুকদার।
এর পাশাপাশি বিশ্বশান্তি ও সকল প্রাণীর হিতসুখ, মঙ্গল কামনা করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭০নং হাজাছড়ি মৌজা হেডম্যান জোনাকি চাকমা, বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশনের সম্পাদিকা সুপা চাকমা, সুদত্ত তালুকদার ও কৃঞ্চা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্মীয় গান পরিবেশন করেন দ্বিপানিতা চাকমা ও লক্ষীদেবী চাকমা। স্বাগত বক্তব্য রাখেন অত্র কুটির পরিচালনা কমিটির সভাপতি তপন তালুকদার (লক্ষী)। মহতি পুণ্যময় অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষুসংঘ ও রাঙ্গামাটি রাজবন বিহারের ভিক্ষুসংঘ, এবং কাপ্তাই বিলাইছড়ি ভিক্ষুসংঘসহ বিভিন্ন কুটির /বিহার থেকে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ উপস্থিতি ছিলেন।
বিডিএফ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান ও বিভিন্ন জায়গা থেকে পূর্ণ্যার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাল পর্বে অনুষ্ঠানে দেশনা প্রদান করেন বিডিএফ প্রতিষ্ঠাতা বেতছড়ি মৈত্রী নগর অরণ্য কুটিরের অধ্যক্ষ পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে ।
বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন (বিডিএফ) এর সম্পর্কে বেতছড়ি মৈত্রী নগর অরণ্য কুটিরের অধ্যক্ষ পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে বলেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উঠতি বয়সী ছেলেমেয়েদেরকে মাদকাসক্তি হাত থেকে রক্ষা করতেই আমি এই ফাউন্ডেশন গরে তুলেছি। মাদকের সাথে জড়িত কেউই বিডিএফ এর সদস্য হতে পারবে না। তিনি তিন বছরের সফলতা নিয়ে বলেন আমি যখন ফাউন্ডেশনটি গঠন করি তখন কিছু সংখ্যক ছেলেমেয়েদের নিয়ে শুরু করেছি। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা এই সংগঠনে সদস্য হয়েছেন।
বিডিএফ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বিডিএফ সম্পাদক বাবু সুদত্ত তালুকদার ও রাঙামাটি প্রাক্তন কমিশনার মহতি চাকমা উদ্যোগে রাঙামাটির পশ্চিম ট্রাবেল আদাম ও ঘাগড়া জুনুমাছড়া থেকে উপস্থিত ভিক্ষুসংঘ ও পূর্ণ্যার্থীদের সকলকে খাবারের ব্যবস্থা করা হয়। এসময় প্রয়াত কবিতা ত্রিপুরার স্মরণে ৯ফুট উচ্চতা বুদ্ধ মুর্তি দান করায় শিমুল বড়ুয়া ও তার পরিবারের সদস্যদের সাধুবাদ জানান প্রজ্ঞাসিদ্ধি ভান্তে।