অর্ণব মল্লিক
ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কলের মাধ্যমে উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কাপ্তাইয়ের শিলছড়ি বৌদ্ধ মন্দির মাঠে এই উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোহা: হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এছাড়া অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হন এবং বক্তব্য প্রধান করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক শুকলা বণিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ওয়াগ্গা ৯নং ইউপি সদস্য মো: সরোয়ার হোসেন, ওয়াগ্গা মৌজার কারবারী উত্তম মারমা, শিলছড়ির বাজার চৌধুরী ছিদ্দিক আহম্মদ। উক্ত উন্মুক্ত বৈঠকে বক্তারা একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।