বিলাইছড়ি উপজেলা কমপ্লেক্সসহ তিন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

425

॥ বিশেষ প্রতিনিধি ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে যারা অবৈধ অস্ত্রধারী, তারা কারো বন্ধু নয়। তারা সাধারণ মানুষের যাবতীয় অশান্তির কারণ। বর্তমানে অবৈধ অস্ত্রধারীরা অনেকটা কোনঠাসা, এটি সম্ভব হয়েছে সেনাবাহিনীর অভিযানের কারণে। আমরা চাই অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনা বাহিনীর অভিযান অব্যাহত থাকুক। তিনি বলেন, পার্বত্য এলাকার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের পাড়ায় পাড়ায় রাস্তাঘাট নির্মাণ, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। যার সুফল ভোগ করছে এলাকার জনগণ।

সোমবার রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা কমপ্লেক্স, মিলনায়তন ভবন ও বিদ্যুৎ উপ-কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বিলাউছড়ি উপজেলা নতুন হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিলাইছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ ইসরাত হোসেন পি এস সি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বিদুৎ সরবরাহ প্রকল্পের সহকারী প্রকৌশলী যতœ মানিক চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, ২ নং কেংরাছড়ি ইউপি চেয়ারম্যান রাশেল মারমা। স্বাগত বক্তব্য রাখেন, ১ নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সঞ্চালনা করেনবিলাইছড়ি উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়–য়া। এছাড়া বিলাইছড়ি উপজেলার সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বিলাইছড়ি উপজেলা নবনির্মিত ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, বিলাইছড়ি উপজেলা কমপ্লেক্স ও মিলনায়তন ভবন উদ্বোধন করেন।