জুরাছড়িতে ব্রোকলি ও গাজর চাষে সফলতা পাচ্ছে কৃষকরা

658
॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলার বিগত সময়ে কৃষকদের কখনো ব্রোকলি ও গাজর চাষ করতে দেখা যায়নি। গত বছর অর্থাৎ ২০২১ সালে মিটিংগাছড়ি গ্রামের কৃষক বিষ্ণু লাল চাকমাকে ব্রোকলি এবং গাজর চাষ করতে লিন প্রকল্প সকল প্রকার সহায়তায় হাত বাড়িয়ে দেয়।
যার ফলে এলাকার পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষক আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। এ বছরও বিষ্ণু লাল চাকমা তার বাগানে উৎপাদিত ব্রোকলি বাজরে বিক্রি করতে শুরু করেছেন। এ বিষয়ে লিন প্রকল্পের উপজেলা সমন্বয়ক উদ্ভাসন চাকমা জানন, ব্রোকলি একটি পুষ্টি সমৃদ্ধ সবজি।
এসব পুষ্টিকর সবজি চাষের প্রতি কৃষকদের আগ্রহী করতেই মূলত লিন প্রকল্প থেকে গত বছর বিষ্ণুলাল চাকমাকে সহায়তা করা হয়। কৃষক বিষ্ণু লাল চাকমা জানান, আমি প্রতিবছর নিজস্ব জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করে থাকি।
এখানকার অধিকাংশ মানুষের এখনো ব্রোকলির পুষ্টিগুণ সম্পর্কে ধারণা নেই, বাজারে নিয়ে গেলে অফিসারেরা কিনেন। বেশীরভাগ রাঙামাটি সদরে নিয়ে গিয়ে বিক্রি করতে হয়। এলাকার অন্যান্য কৃষকরা যদি ব্রোকলি চাষের জন্য আগ্রহ দেখান তাহলে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান তিনি।