॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলার লংগদু উপজেলার ৫নং ভাসান্যাদাম ইউনিয়নের ২নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য আমির হোসেন কে বিপুল ভোটে হারিয়ে মো. ছলেমান নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘনমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে ভোটগ্রহণ। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটায় ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
ভোটগণনা শেষে প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন। এতে মো. ছলেমান ১২১ ভোটে আমির হোসেনকে হারিয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন।