লেকার্সের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে বিশেষ ত্রাণ বিতরণ

491

|| স্টাফ রিপোর্টার ||

রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের’ ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাঙামাটি রিজিয়নের বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ সময় ৫০টি অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা ও ২০দুস্থ পরিবারে শীতবস্ত্র প্রদান করা হয়।

বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় মাঠে এ সহায়তা বিতরণ করা হয়। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ এ সময় নির্বাচিত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, বিশ্বজুড়ে চলামান করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশেই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নানা আঙ্গিকে সহায়তা দিয়ে যাচ্ছে।

এরই অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো লেকার্স মাঠে এই ত্রাণ সহায়তা প্রদান করা হলো। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সীমিত কিছু অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।