বান্দরবানে মানবজমিনের বর্ষপূর্তি পালনানুষ্ঠানে পার্বত্য মন্ত্রী

352

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানে কেক কেটে দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার সকালে মন্ত্রীর বাসভবনস্থ হলরুমে আনন্দমুখর পরিবেশে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রিন্ট ও ইলেক্সট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নূরুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথিবৃন্দ দৈনিক মানবজমিন পত্রিকার সাফল্য কামনা করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, পাবত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পাহাড় বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী , প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা যুবলীগের আহবায়ক কেলু মং,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিলন চত্রুবতী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভুইয়া, বাংলাভিশন প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, রোটারিয়ান খলিলুর রহমান সোহাগ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ, ভোরের ডাক প্রতিনিধি আবুল বশর নয়ন, সময় টিভির প্রতিনিধি এন এ জাকির, ডিবিসি প্রতিনিধি সৈকত দাশ, চ্যানেল ২৪ প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন, সাংবাদিক বশির আহমেদ ও মিথুন দাশ, বাসু দাশ প্রমুখ।

বান্দরবানের উন্নয়নকে প্রাধান্য দিয়ে লেখুনির মাধ্যমে গুরু দায়িত্ব পালন করছে বান্দরবানের সাংবাদিকদরা। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান পার্বত্যমন্ত্রী। বান্দরবানে দৈনিক মানবজমিনের বর্ষপূর্তিতে কেক কাটলেন পার্বত্যমন্ত্রী।