রোয়াংছড়িতে ভাল্লুকের আক্রমনে ৩জন আহত। ভাল্লুকটিকে গুলি করে হত্যা : বন কর্মকর্তাদের উদাশিনতা

625

p....4

বান্দরবান প্রতিনিধি, ৯ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে বন্য ভাল্লুকের আক্রমনে তিন শ্রমিক আহত হয়েছে, মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মংহ্লাথোয়াই মারমা (৩৩) এবং মংক্যহ্লা মারমা (৩৪) ও মংপ্রুথোয়াই মারমা (৩৬) নামে তিন শ্রমিক তারাছা ইউনিয়নের সাগ্রাথংওয়া নামক পাহাড়ে বাঁশ কাটতে যায়।

এসময় বিশাল এক বন্য ভাল্লুক তাদের উপর হামলা চালালে তারা ৩জনই গুরতর আহত হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ভাল্লুকটি গুলি করে হত্যা করে এবং আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মংপ্রুথোয়াই মার্মার অবস্থা আশংকা জনক বলে জানান চিকিৎসক।
তবে আইনে বন্য প্রানী হত্যা নিষেধ থাকালেও দেশিয় বনের দূর্লভ ভাল্লুকটি গুলি করে হত্যা করতে স্থানীয়রা দ্বিধা করেনি। তাছাড়া ভাল্লুকটি হত্যার বিষয় বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা উদাশিনতার প্রমান দিয়েছেন।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান