স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে হাটহাজারী

588

॥ ক্রীড়া প্রতিবেদক ॥

স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে হাটহাজারী খেলোয়ার সমিতি ট্রেইবেকারে চেলসি স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

রোববার মাঝেরবস্তির শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় হাটহাজারী খেলোয়ার সমিতি। দ্বিতীয়ার্ধে চেলসি ১ গোল করে সমতায় ফেরে। কিন্তু শেষ পর্যন্ত কোন দল গোল করতে না পারায়। ট্রেইরেবকারের সিদ্ধান্ত দেয় রেফারী।

ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে হাটহাজারী খেলোয়ার সমিতি।

খেলা শেষে হাটহাজারীর গোল রক্ষক মো. বক্করের হাতে সেরা খেলোয়ারের পুরস্কার তুলে দেন রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’র সহ-সভাপতি উসাং মং। এসময় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আব্দুস সবুর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দেসহ টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- আগামী ১৫ মার্চ ২য় সেমিফাইনালে রাঙামাটি ক্লাসিক ফুটবল একাডেমীর সাথে মুখোমুখি হবে চন্দ্রঘোনা ফুটবল একাডেমী।