পাহাড়ের দুর্গম এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে উন্নয়ন বোর্ড: নিখিল কুমার চাকমা

336

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পার্বত্য তিন জেলার দুর্গম এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তবে প্রতিটি এলাকা যাতে উন্নয়নের আওতায় আসে আমরা সেদিকে বিশেষ নজর রাখছি’। চেয়ারম্যান বলেন, উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পন্ন হলে এই উন্নয়ন পার্বত্য তিন জেলার আর্থ সামাজিক অবস্থার উত্তরণে এক আমূল পরিবর্তন নিয়ে আসতে সক্শ হবে বলে আমরা মনে করি।

শনিবার (১২ মার্চ) সকালে বাঘাইছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে কালে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এসময় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন ৯ কোটি ২০ লাখ টাকার তিনটি প্রকল্পের উদ্বোধন করেন চেয়ারম্যান।

প্রকল্পগুলো হলো বাঘাইছড়ি আবাসিক বিদ্যালয় হতে দানবীর চাকমার বাড়ি পর্যন্ত ৪০ লাখ টাকার পাকা রাস্তা নির্মাণ, ৮০ লাখ টাকা ব্যায়ে শিজুগ কলেজের নতুন ছাত্রবাস ভবন, ৮ কোটি টাকা ব্যায়ে সারোয়াতলী হতে আমতলী বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ।

সকালে আবাসিক বিদ্যালয় থেকে দানবীর চাকমার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা উদ্বোধন শেষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত উপালী মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় অংশ গ্রহন করেন।

ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলার প্রতি আমার অন্তরের টান রয়েছে কারণ ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের ফলে ৩৪০ বর্গকিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে যায় সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় বাঘাইছড়িবাসী। তাই একটু সুযোগ পেলে বাঘাইছড়ি উপজেলাবাসীর জন্য কিছু করার চেষ্টা করি। আর পার্বত্য জেলার প্রতিটি পয়েন্টে এখন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এইসব কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে পার্বত্য এলাকার আর্থসামাজিক অবস্থার আরো উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে পাহাড়ের চিত্র। পরে নিখিল কুমার চাকমা তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ এক লাখ টাকা সহায়তা দান করেন ধর্মীয় সভায়।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক কেরোল চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিব চাকমা, ধর্মীয় সভার সদস্য সচিব দানবীর চাকমাসহ বিভিন্ন বিহারের ধর্মীয়গুরুগন উপস্থিত ছিলেন।