রাঙামাটিতে বধির প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক বনভোজন

392

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে দ্বিতীয় বারের মতো বধির কল্যাণ সমিতি ও বধির প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পলওয়েল পার্কে প্রায় ২ শতাধিক বধির প্রতিবন্ধীদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

রাঙামাটি বধির কল্যাণ সমিতির উপদেষ্টা ও বধির প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় ও সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন টিটু, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক তাপস দাশ, সমাজ সেবার প্রতিনিধি আব্দুল সবুর। ইশারা ভাষায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বধির প্রতিবন্ধীদের নিয়ে বনভোজনের আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানান। এর পাশাপাশি অতীতে যেভাবে তিনি সাহায্য সহযোগিতা করেছেন আগামীতেও তা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন। পুরস্কার বিতরণের পর অতিথিরা প্রীতিভোজে যোগ দেন।