নানিয়ারচর সাবেক্ষ্যং ইউনিয়নে তথ্য আপার উঠান বৈঠক

361

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

তথ্য আপা কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নানিয়ারচরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের শনখোলা পাড়া এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা

সংস্থা কতৃৃক পরিচালিত নানিয়ারচর তথ্য কেন্দ্রের মার্চ মাসের ১ম উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা। এসময় অন্যান্যের মাঝে ইউপি সদস্য শোভা রঞ্জন চাকমা, মহিলা কার্বারী মালতী দেওয়ান ও উপজেলা তথ্যআপা মুন্নি দত্ত উপস্থিত ছিলেন। বক্তারা এসময় গ্রামীণ তৃণমূল নারীদের তথ্যআপার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও নারীরা উদ্যোক্তা হয়ে অর্থনৈতিক মুক্তিতে অবদান রাখার জন্য পরামর্শ দেন।

এসময় উপজেলা মহিলা অধিদপ্তর কতৃক তিন মাস ব্যাপি আইজিএ এর হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার জন্য স্থানীয় নারীদের উদ্বুদ্ধ করা হয়। তথ্য আপা সেবা কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে যেকোনো সাহায্য সহযোগিতা বা সেবার জন্য উপজেলা তথ্য আপার তথ্যকেন্দ্রে আসার ও পরামর্শ দেওয়া হয়।