রাঙামাটি বারের নির্বাচনে সভাপতি মোখতার, সম্পাদক রাজীব চাকমা

771

॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য রাঙামাটি জেলা আইনজীবি সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব নির্ধারণ করেছে আইনজীবীরা। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বারের সাবেক সভাপতি, প্রবীণ আইনজীবি এডভোকেট মোখতার আহাম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট রাজীব চাকমা। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে আইনজীবিরা তাদের ভোটধিকার প্রয়োগ করেন।

রাঙামাটি আইনজীবি সমিতিতে সর্বমোট ৭৬ জন সদস্য হলেও ভোটাধিকার প্রয়োগে করেন ৬৫ জন আইনজীবি। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মোখতার আহাম্মদ পেয়েছেন ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গতবারের সভাপতি এডভোকেট কল্যাণ মিত্র কানু পেয়েছেন ২১ ভোট। পক্ষান্তরে সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাজীব চাকমা ৩৫ ভোট নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট মামুনুর রশিদ পেয়েছেন ২৭ ভোট। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ ভোট এবং সভাপতি পদে একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনী প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিহির বরন চাকমা, কমিশনের অন্য দুই সদস্য ছিলেন এডভোকেট পারভিন আক্তার ও এডভোকেট দর্শন চাকমা ঝন্টু।

এদিকে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন এরা হলেন, সহ-সভাপতি পদে এডভোকেট সুস্মিতা চাকমা ও এডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ আবছার আলী, কোষাধ্যক্ষ পদে এডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মিলন চাকমা, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট প্রোজ্জ্বল চাকমা, নির্বাহী সদস্য পদে এডভোকেট শফিউল আলম মিয়া, এডভোকেট বিবরণ চাকমা, এডভোকেট মোঃ মামুন ভূঁইয়া, এডভোকেট রাশেদ ইকবাল ও এডভোকেট কামাল হোসেন সুজন।

১৩টি পদের জন্য প্রথমে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামলেও শেষ পর্যন্ত সভাপতি ও সাধারন সম্পাদক পদেই সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  বাকি ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরোক্ত প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ব্যক্তি জীবনে ৫ কন্যা সন্তানের পিতা প্রসিদ্ধ আইনজীবি হিসেবে পরিচিত আলহাজ্ব মোখতার আহম্মদ বিগত ২০১২ সালে প্রথমবার, ২০১৫ সালে দ্বিতীয়বার ও বতর্মান ২০২২ সালে তৃতীয়বারের মতো বিজ্ঞ আইনজীবি সহকর্মীদের প্রত্যক্ষ ভোটে রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আরো আগে থেকেই আইন পেশায় থাকলেও ১৯৮৮ সালে রাঙামাটি বারে কাজ শুরু করেন।

এডভোকেট মোখতার আহাম্মেদ দীর্ঘ ৩৩ বছর ধরে রাঙামাটিতে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। একই সাথে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি পৌরসভাসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। পার্বত্য জেলার বৃহত্তম সামাজিক সংগঠন রাঙামাটি ইসলামিক সেন্টারের নির্বাচিত চেয়ারম্যান ছাড়াও তিনি জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।