জাতীয় শিশু দিবসে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর বই বিতরণ

432

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সেনারিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটি জেলার ৬টি বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭মার্চ) সকাল ১০টায় সেনা রিজিয়নের প্রান্তিক হল প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল ইমতাজ উদ্দিন (এনডিসি পিএসসি) বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, প্রাথমিক স্তরের শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার মাধ্যমে আমাদের সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলায় এ কার্যক্রম চলমান থাকবে। এজন্য সবাইকে সেনা রিজিয়নের সাথে যোগাযোগ রাখার আহবান জানান তিনি।

শহরের ৬টি বিদ্যালয়ের মোট ৪হাজার ৩শত জনের অধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক বই বিতরণে করা হয়।