॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলা নিকেতন রাঙামাটির পর্যটন শিল্প একদিন অবশ্যই আমাদের প্রত্যাশা পুরণ করবে। তবে সে জন্য প্রয়োজন উদ্ভাবনী উদ্যোগ এবং নতুন নতন উদ্যোক্ত। তিনি বলেন তরুণ উদ্যোক্তারা যদি এই শিল্পকে বেছে নেয় তাতে যেমন বেকারত্ব কমবে, তেমনি এই শিলে।পর বিকাশে নতুনত্ব আসবে। তাই শিক্ষিত তরুণদের তিনি এই বিষয়ে পড়াশোনা এবং ক্ষুদ উদ্যোগ নিয়ে হলেও এগিয়ে আসার আহ্বান জানান।
কাপ্তাই হ্রদে পর্যটকদের ভ্রমণে নতুনত্ব আনার অভিপ্রায়ে কয়েকজন তরুণ শিক্ষার্থীর উদ্যোগে রাঙ্গাতরী নামে নতুন একটি হাউস বোট তথা প্রমোদতরী উদ্বোধনকালে জেলাপ্রশাসক এই আহ্বান জানান।
বুধবার (১৬ মার্চ) সকালে শহরের হীদ উন্নয়ন বোর্ড নৌ অবতরন ঘাটে ‘রাঙ্গাতরী’ নামে এই হাউস বোট যাত্রা শুরু করে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তরীর উদ্বোধন করেন। এসময় রাঙামাটি জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মোখতার আহম্মেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক প্রমোদ তরী বিভিন্ন দিক ঘুরে দেখেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, সবুজ পাহাড়ে বেস্টিত রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গাতরী পর্যটকদের মাঝে রাঙ্গামাটি ভ্রমণের আনন্দ যোগাবে। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে রাঙ্গাতরী পাহাড়ের পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অপু, সাখাওয়াত ও মিজান নামের তিনজন শিক্ষার্থী এই বোটের উদ্যোক্তা। তারা জানান, নির্দিষ্ট প্যাকেজে নৌ-ভ্রমণের রাঙ্গাতরীর মাধ্যমে কাপ্তাই হ্রদে ঘুরতে পারবেন বেড়াতে আসা পর্যটকরা। সুবলং ঝর্ণাসহ হ্রদ বেষ্টিত প্রাকৃতিক পাহাড়ি এলাকা ভ্রমনসহ হ্রদে রাঙ্গাতরীতে রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের জন্য খাওয়ার টেবিল ও রাত্রী যাপনে উন্নত ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গাতরীতে রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা, দুইজন করে থাকার জন্য ৬টি রুমে ৬টি খাট, দুইটি টয়লেটসহ সামনে রয়েছে বসে প্রাকৃতিক উপভোগ করার জন্য উন্নত মানের সোফাসেট। রাঙামাটি ভ্রমণে পর্যটকদের স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে মানসম্মত সার্ভিস দেয়া হবে বলেও জানান উদ্যোক্তারা।