॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের ওমদামিয়া হিল এলাকায় এক ভায়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। শনিবার (১৯ মার্চ) সকালে এমপি অগ্নিকান্ডের ঘটনাস্থল ওমদামিয়া হিল এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান।
এসময় এমপি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের যে ক্ষতি হয়েছে তা আমাদের পক্ষে পুষিয়ে দেয়া সম্ভব নয়। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাতে চেষ্টা চালিয়ে যাবো। ক্ষতিগ্রস্থদের আমরা পাশে আছি সব সময় থাকবো। এসময় তিনি স্থানীয় ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্থদের সঠিক তালিকা করে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পৌরসভার কাউন্সিলারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে একটি ঘরের রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘাটে। এতে প্রায় ২০টির মতো বাড়ীঘর পুড়ে ছাঁই হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টার বেশী সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছে।