কাপ্তাই জাতীয় উদ্যানে আন্তর্জাতিক বন দিবস অনুষ্ঠিত

431

অর্ণব মল্লিক

বন সংরক্ষনের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার এই প্রতিপাদ্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আয়োজনে সোমবার (২১ মার্চ) কাপ্তাই জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বন দিবস ২০২২। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুব সেন্টু, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

এসময় অতিথিরা বলেন বন পরিবেশ রক্ষা করতে এর প্রতি সহানুভূতিশীল হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বন সম্পদ বৃদ্ধি করতে হবে। এছাড়া যারা বন ধ্বংস করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহন করা হবে।