কাউখালীতে করোনার ৩য় ডোজ নিতে জনমানুষের ভীড়

299

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধি ফাইজার টিকা এবং বুস্টার (৩য়) ডোজ টিকা নেওয়ার জন্য ভীড় জমাচ্ছে সর্বস্তরের মানুষ। সোমবার উপজেলা সদর গেস্ট হাউজের টিকা কেন্দ্রে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যাবস্থাপনায় উপজেলার মোট আটটি কেন্দ্রে ছাত্র ছাত্রীদের মাঝে ফাইজার টিকা দুই হাজার পাচশত জন এবং সাধারণ মানুষ ( বয়স্ক) লোকদের মাঝে ৩ য় ডোজ টিকা এক হাজার পাঁচশত জন কে প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক টিটু দেওয়ান। উপজেলা সদর গেস্ট হাউজে উপজেলার বিভিন্ন এলাকার শতশত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সরকার ঘোষিত এই টিকা নেওয়ার জন্য সারি বদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা অনেক লোকজন প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে লাইনে দাঁড়িয়ে থেকে পরে টিকা না নিয়ে বাড়ি ফিরে চলে যেতে দেখা যায়। আবার অনেকে প্রচন্ড গরম উপেক্ষা করে ৩ য় ডোজ টিকা নিয়ে স্বস্তিতে বাড়ি ফিরে যেতে দেখা যায়।