॥ স্টাফ রিপোর্টার ॥
বর্তমান সরকারের পাশাপাশি পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ পার্বত্য এলাকার জনগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং প্রথাগত বিভিন্ন বিষয়ে হেডম্যান, কার্বারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে হেডম্যান এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায়। রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়। স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটিহেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জ্যোর্তিময় চাকমা কেরল।
বেলুন ও পায়না উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর সম্মেলনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত হেডম্যানরা ভূমি জটিলতা সংক্রান্ত নানা সমস্যা অতিথির কাছে তুলে ধরেন এবং এসব সমস্যার পরিত্রাণ চান।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, এক সময় পাহাড়ের মানুষ অনেক কষ্টের মধ্যদিয়ে জীবন অতিবাহিত করে আসলেও বর্তমানে সময়ে ও যুগের বিবর্তনে পাহাড়ের সে দৃশ্যপট এখন পাল্টে গেছে। শুধু তাই নয় প্রতিটি পাহাড়ের মানুষের আত্মা সামাজিক উন্নয়ন ঘটছে। এই ধারা অব্যাহত রাখতে হেডম্যান, কার্বারীদের কার্যক্রম আরো বেশী জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান তিনি।
এসময় এমপি রাঙ্গামাটিতে হেডম্যান এসোসিয়েশনের কার্যালয়ের জন্য ২০শতক জায়গা জেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া হয়েছে। ওই জায়গায় অফিস নির্মাণের কাজ থমকে আছে। পার্বত্য জেলা পরিষদের কাছে অনুরোধ আগামী অর্থ বছরে অফিসটি নির্মাণে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আলোচনা শেষে হেডম্যানদের মতামতের ভিত্তিতে বর্তমানে কমিটির সভাপতি চিংকিউ রোয়াজাকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক জ্যোর্তিময় চাকমা কেরলকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা করেন প্রধান অতিথি।