রাঙামাটি জেলা পরিষদে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু পালনের প্রস্তুতিসভা

368

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি এবং র‌্যালিউত্তর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার (৩১মার্চ) বিকালে পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

আগামী কাল সোমবার (৪ এপ্রিল) বিকাল ৪টায় রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ হতে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ পর্যন্ত র‌্যালি ও রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ প্রাঙ্গণে র‌্যালিউত্তর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। এছাড়া রাঙামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল সম্প্রদায় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ সবির কুমার চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য আব্দুর রহিম, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য নিউচিং মরিমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য ঝর্না খীসা, সদস্য আছমা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ এর পরিচালক রণেল চাকমাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।