মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন

367

কাপ্তাই প্রতিনিধি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গলবার কাপ্তাই উপজেলাধীন কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ হারুন। কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন।

ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর মূল প্রবন্ধ পাঠ করেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক শিব শংকর বোস। বক্তাগণ আলোচনা সভায়, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় অবস্থিত মুজিব নগরের বৈধ্যনাথতলার আম্রকাননে গঠিত ঐতিহাসিক মুজিব নগর সরকার তথা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের গুরুত্ব তুলে ধরেন এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার আহবান জানান।

পরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের “মুজিবনগর দিবস বাংলাদেশের প্রথম রাজধানী”নামক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কর্ণফুলী সরকারি কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।